Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঔষধের অনিয়ম প্রতিরোধে অদ্য ২৫/০২/২০২৫ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার, সদর উপজেলাধীন বানিবহ বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে ঔষধ প্রশাসন ফরিদপুর (রাজবাড়ী) ও জেলা প্রশাসন, রাজবাড়ী এর সমন্বয়ে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ সংরক্ষ
বিস্তারিত
ঔষধের অনিয়ম প্রতিরোধে অদ্য ২৫/০২/২০২৫ খ্রিঃ তারিখে  রাজবাড়ী জেলার,  সদর উপজেলাধীন  বানিবহ বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে ঔষধ প্রশাসন  ফরিদপুর (রাজবাড়ী) ও জেলা প্রশাসন,  রাজবাড়ী  এর সমন্বয়ে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ সংরক্ষণ ও মেডিকেল ডিভাইসের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালীন সময়ে ০২ ( দুই) টি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে এন্টিবায়োটিক ঔষধ  বিক্রির অপরাধে 'ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩' এর ,৪০(খ),৪০(গ), ৪০ (ঘ), ধারায় মোট ২৩,০০০/- ( তেইশ হাজার ) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে ফার্মেসীসমূহে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করার নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/02/2025
আর্কাইভ তারিখ
31/12/2030