৩০ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর সভাকক্ষে জমকালো আয়োজনে এন্টিমাইক্রোবিয়াল এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ডা. মোহাম্মদ হুমায়ুন করিব, সভায় অন্যান্য অতিথি আসন অলংকৃত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ-
অধ্যাপক ডা. স্বপন কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক- সুমা রানী পাল, সিভিল সার্জন সাজেদা বেগম, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম মোল্লা, আরএমও (স্টোর) আফিফা সুলতানা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের প্রভাষক, বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ফার্মেসী মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিল। সভায় এন্টিমাইক্রোবিয়াল এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অবগতি ও ব্যবহার সম্পর্কে একটি উপস্থাপনা পেশ করেন জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শরিফুল ইসলাম মোল্লা। এছাড়াও সভায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ ও ফার্মেসী ব্যবসা সম্পর্কে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফরিদপুর জেলা শাখার সভাপতি .......... আলোচনা করেন। দিন দিন অনিয়মিত এবং নিয়মবহির্ভূত ভাবে এন্টিবায়োটিক ব্যবহারের ফলে যে ক্ষতির সমুক্ষিন হচ্ছে মানুষ এবং এর থেকে বাচার জন্য অনেক দিক নির্দেশনা প্রদান করেন আলোচক বৃন্দ। সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজনও করা হয়েছে। শেষে সভার সভাপতির বক্তব্যের মাধ্যমে জমকালো সভাটি শেষ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস